কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ছালাতের বহু পরে স্মরণ হচ্ছে যে, ওয়াজিব সাহু সিজদাটি দেওয়া হয়নি। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর : সাহু সিজদা দিতে ভুলে গেলে ছালাত বাতিল হয় না। তাই সালাম ফেরানোর অল্প সময়ের মধ্যে স্মরণ হলে দুটি সিজদা দিয়ে নিতে হবে। যদি দীর্ঘ সময় পার হওয়ার পরেও স্মরণ হয় তবুও সাহু সিজদা দিয়ে নেওয়া ভালো (ছহীহ বুখারী, হা/১২২৯; ছহীহ মুসলিম, হা/৫৭৩)। তবে না দিলেও ছালাতের ক্ষতি হবে না (আল মুগনী, ১/৩৮৫)।

প্রশ্নকারী : মারুফ হোসেন

কাউখালী, পিরোজপুর।


Magazine