কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : ছালাতুল ইশরাক কি প্রতিদিন পড়তে হবে? এ ছালাতের গুরুত্ব ও ফযীলত কী?

উত্তর : ছালাতুল ইশরাক নফল বা অতিরিক্ত ছালাত। নফল ছালাত প্রতিদিন নিয়মিত পড়া উত্তম। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়’ (ছহীহ বুখারী, হা/৬৪৬৪; ছহীহ মুসলিম, হা/৭৮৩; মিশকাত, হা/১২৪২)। কিন্তু আবশ্যক নয়। কেননা ফরয বিধানগুলোই শুধু আবশ্যকতার মধ্যে অন্তর্ভুক্ত, নফলগুলো নয়। ত্বালহা ইবনু উবায়দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নাজদবাসীর একজন লোক এলোমেলো কেশে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলো। আমরা তার ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু বেশ দূরে থাকার কারণে কিছুই বুঝতে পারছিলাম না। এমনকি সে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুব নিকটে এসে পৌঁছল। সে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল (ইসলাম কী?), রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দিন-রাতে পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করা। তখন সে লোকটি বলল, এছাড়া কি আর কোনো ছালাত আমার উপর ফরয? তিনি বললেন, না। তবে তুমি নফল ছালাত আদায় করতে পারো... (ছহীহ বুখারী, হা/৪৬; ছহীহ মুসলিম, হা/১১; মিশকাত, হা/১৬)। ছালাতুল ইশরাকের অনেক গুরুত্ব ও ফযীলত রয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ ، وَعُمْرَةٍ ، تَامَّةٍ ، تَامَّةٍ ، تَامَّةٍ ‘যে ব্যক্তি ফজরের ছালাত জামাআতে আদায় করবে অতঃপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহর যিকির করতে থাকবে, (সূর্য উঠার পরে) দুই রাকআত ছালাত আদায় করবে, তার জন্য পূর্ণ হজ্জ ও উমরার সমপরিমাণ নেকী হবে’ (তিরমিযী, হা/৫৮৬; সিলসিলা ছহীহা, হা/৩৪০৩; মিশকাত, হা/৯৭১)।

প্রশ্নকারী : গোলাম মোস্তফা

বিরল, দিনাজপুর।


Magazine