কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): ফজরের ছালাতের আগে ৬ রাকআত ছালাত, তাহিয়্যাতুল মাসজিদ দুই রাকআত, আযান ও ইকামতের মাঝখানে দুই রাকআত, ফজর এর সুন্নাত দুই রাকআত পড়া যাবে কি?

উত্তর: যেসব ফরয ছালাতের পূর্বে নিয়মিত সুন্নাত নেই, যেমন- এশার ছালাত, এক্ষেত্রে মসজিদে বসার আগে তাহিয়্যাতুল মাসজিদ পড়বে। আর যেসব ফরয ছালাতের আগে নিয়মিত সুন্নাত আছে, তা বাড়ি থেকে পড়ে না আসলে মসজিদে ঢুকে নির্দিষ্ট ওয়াক্তের যে সুন্নাত ছালাত রয়েছে তাই আদায় করবে। ঐ সুন্নাত ছালাতই তাহিয়্যাতুল ওযূ, দুখূলুল মাসজিদ ও ছালাতের পূর্বে ছালাতের জন্য যথেষ্ট হবে। আর বাড়ি থেকে সুন্নাত পড়ে আসলে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করবে। প্রথমে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করে পরে ছালাতের সুন্নাত পড়তে হবে এমন আমল ছাহাবী, তাবেঈ হতে প্রমাণিত নয়; বরং ছাহাবীগণ মসজিদে ঢুকে ছালাতের নির্ধারিত সুন্নাত ছালাতই পড়তেন। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মদীনায় ছিলাম। যখন মুয়াযযিন মাগরিব ছালাতের আযান দিল, তখন তারা (ছাহাবীগণ) তাড়াহুড়া করে খুঁটির নিকট গিয়ে দুই রাকাআত ছালাত আদায় করতেন। এমনকি অপরিচিত আগন্তুক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে অধিক সংখ্যক ছালাত আদায়কারীর কারণে তার মনে হতো যে, মনে হয় (ফরয) ছালাত শেষ হয়ে গেছে (ছহীহ মুসলিম, হা/৮৩৭; মিশকাত, হা/১১৮০)।

প্রশ্নকারী : মো. শাওন মুন্সি

উত্তরা, ঢাকা।


Magazine