উত্তর : কবরের জায়গাটা যদি নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়, তাহলে মুসলিম ব্যক্তির লাশের সম্মানার্থে সেই জায়গা থেকে গেট সরিয়ে ফেলতে হবে। তবে কবর যদি দীর্ঘ দিনের পুরনো হয় এবং হাড়-হাড্ডি পচে-গলে নিঃশেষ হয়ে যায়, তাহলে সেখানে গেট নির্মাণ করা কিংবা সেখান দিয়ে চলাফেরা করাতে কোনো অসুবিধা নেই (আল মাজমূ‘ শারহুল মুহাযযাব, ৫/৩০৩)। আবূ মারসাদ আল-গানাবী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে ছালাত আদায় করবে না’ (আবূ দাউদ, হা/৩২২৯) ।
প্রশ্নকারী : মাহমুদ হাসান মাহি
ফুলবাড়ী, কুড়িগ্রাম