কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : কেউ যদি আমাকে শিরকের দিকে ডাকে অথচ সে জানে না যে,তা শিরক। সেক্ষেত্রে আমি সেখানে না যাওয়ার জন্য কি মিথ্যা বলতে পারব?

উত্তর : এমন অবস্থাতে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো- তাকে শিরকের ভয়াবহতা সর্ম্পকে জানাতে হবে যাতে সে শিরক সর্ম্পকে ভালোভাবে অবগত হতে পারে এবং বিরত থাকতে পারে। এরপর তাকে এমন সব জায়গাতে গেলে তার শিরক হয়ে যাবে সে বিষয়টিও উল্লেখ করতে হবে। তবে মিথ্যা কথা বলা হতে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ যেসব জায়গাতে মিথ্যা বলা বৈধ রয়েছে উক্ত বিষয়টি তার অন্তর্ভূক্ত নয়। উম্মে কুলসূম রযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মানুষকে তিনটি বিষয়ে মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছেন তা শ্রবণ করেছি। আর তা হলো- (১) যুদ্ধের ক্ষেত্রে (২) মানুষের মাঝে মীমাংসার ক্ষেত্রে (৩) এবং স্বামী-স্ত্রীর কথা-বার্তার মাঝে (ছহীহ মুসলিম, হা/২৬০৫; মিশকাত, হা/৫০৩১)। ‍

প্রশ্নকারী : জুলকার

ঢাকা।


Magazine