উত্তর: নিরুপায় অবস্থা ছাড়া ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ছালাতে সর্বদাই ঋণ থেকে আশ্রয় চাইতেন (নাসাঈ, হা/৫৪৮৭)। আর ইসলামী ব্যংকসহ কোনো ব্যংকই শতভাগ সূদ থেকে মুক্ত নয়। আর জেনেশুনে কোনো মুসলিমের জন্য সূদের কারবারিতে জড়িয়ে পড়া হারাম। কেননা আল্লাহ সূদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন (আল-বাক্বারা, ২/২৭৫)। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, সূদ দাতা, সূদের লেখক এবং সূদের সাক্ষীদের উপর অভিশাপ করেছেন এবং বলেছেন তারা সবাই সমান (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। সুতরাং ইসলামী ব্যংকসহ যেকোনো ব্যংক থেকে লোন নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : মুজিবুর রহমান
ঢাকা।