উত্তর: কবরে মাটি দেওয়ার ক্ষেত্রে দুই হাত ব্যবহার করে তিন অঞ্জলি মাটি কবরের উপর দিতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাযার ছালাত পড়লেন, অতঃপর মৃতের কবরের নিকট এসে তার মাথার দিকে তিন অঞ্জলি মাটি ছড়িয়ে দিলেন (ইবনু মাজাহ, হা/১৫৬৫)। উল্লেখ্য যে, কবরের উপর ছাড়া অন্য কোথাও মাটি দেওয়ার প্রথা বর্জনীয়।
প্রশ্নকারী : মো. আব্দুল্লাহ
ঘোড়াঘাট, দিনাজপুর।