উত্তর: বিদআত বলতেই মূলত পথভ্রষ্টতাকে বুঝানো হয় (ইবনু মাজাহ, হা/৪২)। আর আক্বীদাগত বিদআত কখনো কখনো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। যেমন: জাহমিয়াদের আক্বীদা; আল্লাহর সিফাতকে আস্বীকার করা এবং কুরআন মানুষের সৃষ্ট বলে বিশ্বাস করা; যার মাধ্যমে আল্লাহর স্পষ্ট আয়াতকে অস্বীকার করা হয় (আল-মায়েদা, ৬৪; আল-বাক্বারা, ২৫৫)। আর যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং তওবা ব্যতিরেকে উক্ত অবস্থাতেই মৃত্যুবরণ করে, সে চিরস্থায়ী জাহান্নাম হবে। কারণ সে কাফের। আল্লাহ বলেন, ‘নিশ্চয় যারা কুফুরী করে এবং কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহর, তার ফেরেশতার এবং সকল মানুষদের পক্ষ হতে লানত। তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে এবং তাদের থেকে শাস্তি কমানো হবে না এবং তাদের দিকে দৃষ্টিও দেওয়া হবে না’ (আল-বাক্বারা, ১৬১-১৬২)।
প্রশ্নকারী : আব্দু্ল্লাহ
দিনাজপুর।