কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : জামাআতে ছালাত আদায়ের সময়, ইমাম যখন বলে ‘সামিআল্লাহ হুলিমান হামিদাহ’ তখন মুছল্লিরা কী বলবে? তারা কি শুধু ‘রাব্বানা লাকাল হামদ’ বলবে, না-কি তাদেরকেও ‘সামিআল্লাহ হুলিমান হামিদা’ বলতে হবে?

উত্তর : এ সময় মুক্তাদীগণ শুধু أَللهم رَبَّنَا لَكَ الْحَمْدُ ‘আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ’ বলবেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আর যখন ইমাম ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলবেন, তখন তোমরা বলবে, أَللهم رَبَّنَا لَكَ الْحَمْدُ ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ’, তাহলে আল্লাহ তোমাদের কথা শুনবেন (ছহীহ মুসলিম, হা/৪০৪; মিশকাত, হা/৮২৬)। উল্লেখ্য যে, এছাড়া এতদ্ব্যতীত অন্যান্য সকল তাকবীর মুক্তাদীদেরও বলতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৭৩৪; মিশকাত, হা/৮৫৭)। 

-সানায়েত হোসেন সৌমিক

রেডিও কলোনি, সাভার, ঢাকা।

Magazine