কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমার প্রশ্ন হলো গোসল করতে গিয়ে ওযূরসময় পরনে কাপড় না থাকলে কি ওযূ হবে?

উত্তর : জরুরী কোনো প্রয়োজন না হলে উলঙ্গ হওয়া উচিত নয়। বরং সর্বদাই পরনে কাপড় রাখা উচিত। মুয়াবিয়া আল-কুশায়রী হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের লজ্জাস্থানের কতখানি ঢেকে রাখব আর কতখানি খুলে রাখব? তিনি বলেন, ‘তোমার লজ্জাস্থান নিজের স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্যদের থেকে হেফাযত করবে’। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার অভিমত কী যে, লোকেরা যদি একত্রে বসবাস করে? তিনি বলেন, ‘যদি তুমি তা কাউকে না দেখিয়ে পার, তবে অবশ্যই তা দেখাবে না’। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যদি নির্জন থাকে? তিনি বলেন, ‘আল্লাহ অধিক অগ্রগণ্য যে, মানুষের চেয়ে তাঁর প্রতি বেশি লজ্জাশীল হতে হবে’ (ইবনে মাজাহ, হা/১৯২০)। তবে পরনে কাপড় থাকা ওযূর শর্তগুলোর অন্তর্ভুক্ত নয়। তাই কেউ যদি কোনো প্রয়োজনে পরনে কাপড় না রেখেই ওযূ করে তাহলে তার সেই ওযূ ছহীহ হবে এবং এতে তার ওযূও নষ্ট হবে না (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/১০১)।

সুজন মিয়া

গোপালপুর, টাঙ্গাইল।


Magazine