কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): অবৈধ টাকায় হজ্জ করলে তা কবুল হবে কি?

উত্তর: অবৈধ টাকায় হজ্জ করলে তা কবুল হবে না। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে লোক সকল! আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র জিনিস ব্যতীত কিছু কবুল করেন না। আল্লাহ তার রাসূলদেরকে যেসব বিষয়ের হুকুম দিয়েছেন, মুমিনদেরকেও সেসব বিষযের হুকুম দিয়েছেন। তিনি বলেছেন, হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকাজ করো। তোমরা যা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবগত’ (আল-মুমিনূন, ২৩/৫১)। তিনি আরো বলেন, ‘হে মুমিনগণ! তোমাদেরকে আমি যে রিযিক দিয়েছি তা হতে পবিত্র বস্তু আহার করো’ (আল-বাকারা, ২/১৭২)। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ‘দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত এবং সারা শরীর ধুলোমলিন। সে আসমানের দিকে হাত দরায করে বলে, হে আমার প্রভু! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দু‘আ কীভাবে কবুল হতে পারে’ (ছহীহ মুসলিম, হা/১০১৫; তিরমিযী, হা/২৯৮৯)। 

প্রশ্নকারী : ইকবাল হোসেন

ময়মনসিংহ।


Magazine