কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : শারীরিকভাবে সক্ষম ব্যক্তি কাজ না করে সাহায্য চেয়ে বেড়ালে তাকে সাহায্য করা যাবে কি?

উত্তর : এমন ব্যক্তিকে সাহায্য করা যায়। তবে সাহায্য প্রার্থনার চেয়ে কর্ম করে জীবন-যাপন করাই যে উত্তম সে বিষয়টি তাকে অবহিত করা যরূরী। ওবায়দুল্লাহ ইবনু আদী ইবনু খিয়ার হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে দু’জন (ছাহাবী) এই মর্মে অবহিত করেছেন যে, বিদায় হজ্জের দিন (মক্কায়) তারা উভয়েই নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলেন, যখন তিনি মানুষের মধ্যে যাকাতের মাল বণ্টন করছিলেন। তখন তারা তার নিকট কিছু যাকাত চাইলেন। তারা বলেন, তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি দৃষ্টি উঠালেন, অতঃপর দৃষ্টি নীচু করলেন এবং দেখলেন যে, আমরা কর্মক্ষম। তখন তিনি বললেন, যদি তোমরা চাও আমি তোমাদের দিতে পারি, কিন্তু মনে রেখো, ধনী ব্যক্তি ও কাজ করতে সক্ষম এমন ব্যক্তির জন্য যাকাতের কোন অংশ নেই (আবুদাঊদ, হা/১৬৩৩; নাসাঈ, হা/২৫৯৮; মিশকাত, হা/১৮৩২)।

প্রশ্নকারী :  আবুবকর ছিদ্দীক

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।

Magazine