উত্তর: জমি দান করে দিবে। পরবর্তীতে মসজিদ কতৃপক্ষ চাইলে বিক্রয় করবে চাইলে রেখে দিবে। তবে জমি দান করাই বেশি উত্তম হবে। কেননা জমি দান করলে এর স্থায়িত্ব বেশি হবে এবং টাকা দান করলে এর স্থায়িত্ব কম হবে। দান করা জিনিস থেকে মানুষ যতদিন উপকার লাভ করতে থাকবে ততদিন ব্যক্তি ছওয়াব পেতে থাকবে। এমনকি লোকটি যদি মারা যায় তথাপি ছওয়া পেতে থাকবে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে তারাই যারা আল্লাহ ও পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ছালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কেউকে ভয় করে না। অবশ্যই তারা হেদায়াত প্রাপ্তদের অর্ন্তভুক্ত’ (আত-তওবা, ০৯/১৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ আবাদ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ (একটি ঘর) নির্মাণ করবেন’ (ছহীহ মুসলিম, হা/৫৩৩)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মানুষ যখন মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায় (এবং ছওয়াব বন্ধ হয়ে যায়)। কিন্তু তিনটি আমলের ছওয়াব মরার পর পেতে থাকে। ১. ছাদাক্বায়ে জারিয়া তথা চলমান ছাদাক্বা, ২. বিদ্যা যার দ্বারা মানুষ উপকার লাভ করে, ৩. নেক সন্তান যে তার জন্য দু‘আ করে’ (ছহীহ বুখারী, হা/১৬১৩)।
প্রশ্নকারী : আব্দুর রউফ
চারঘাট, রাজশাহী।