কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : বাজার থেকে যবেহ করে আনা মুরগি। বিসমিল্লাহ বলে যবেহ করা হয়েছে কি-না আমি নিশ্চিত জানি না। কিংবা জানার কোনো উপায়ও নেই। এক্ষেত্রে ঐ গোশত খাওয়ার বিধান কি?

উত্তর : যদি স্পষ্ট জানা যায় যে, প্রাণীটি কোনো অমুসলিম যবেহ করেছে বা কোনো মুসলিম বিসমিল্লাহ না বলে যবেহ করেছে তাহলে ঐ প্রাণীটি খাওয়া যাবে না। আর যদি স্পষ্ট জানা না যায় তাহলে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেতে হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ছাহাবীগণ জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমাদের ক্বওমের লোকেরা জাহিলিয়্যাতের যুগের খুবই নিকটবর্তী (অর্থাৎ তারা কেবলই ইসলাম কবুল করেছে)। তারা আমাদের কাছে গোশত নিয়ে আসে, অথচ আমরা জানি না, তারা যবেহের সময় ঐ পশুর উপর ‘বিসমিল্লাহ’ পাঠ করেছে কি-না? আমরা কি এ গোশত থেকে ভক্ষণ করব? তখন রাসূলূল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ‘বিসমিল্লাহ’ বলে তা ভক্ষণ কর। (আবূ দাঊদ, হা/২৮২৯)।

প্রশ্নকারী : ইসরাত জাহান

করিবহাট, নোয়াখালী।


Magazine