উত্তর: না, পরিধান করা যাবে না। কারণ পেশাদার ফুটবলের সঙ্গে বিভিন্ন ধরনের শরীআত পরিপন্থী বিষয় যুক্ত থাকে। সুতরাং নির্দিষ্ট কোনো দল বা ফুটবলারের জার্সি পরিধান করা উক্ত শরীআত পরিপন্থী বিষয়গুলোর প্রচার বা সহযোগিতা করার শামিল। আল্লাহ তাআলা বলেন, ‘সৎকর্ম ও তাক্বওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো এবং মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : মুহাম্মদ শিমুল
ঢাকা।