কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): ‘রব্বী ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকির’ এই দু‘আটি ফরয, সুন্নাত, নফল যে কোনো ছালাতের সিজদাতে গিয়ে কি পড়া যাবে?

উত্তর: ছালাতের ‍রুকূ ও সিজদায় কুরআন পাঠ করতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেন, ‘আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকূ বা সিজদারত অবস্থায় কুরআন পাঠ না করি। তোমরা রুকূ অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য বর্ণনা করবে এবং সিজদারত অবস্থায় অধিক দু‘আ পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের দু‘আ কবুল হওয়ার উপযোগী’ (ছহীহ মুসলিম, হা/৪৭৯)। সুতরাং ‘রব্বী ইন্নী লিমা আনযালতা...এটি কুরআনের আয়াত হওয়ায় সিজদায় পড়া যাবে না। কেননা তা দু‘আ হিসেবে ব্যবহার হয়নি।

প্রশ্নকারী: মো. মুহিব সাবের

৩০০/১ রসুলপুর, দনিয়া, ঢাকা- ১২৩৬।

Magazine