কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : কুরবানী করার সময় কয়দিন?

কুরবানীর সময় হলো ঈদুল আযহার ছ্বলাতের পর থেকে আইয়্যামে তাশরীকের শেষ দিন পর্যন্ত। আনাস ইবনু মালিক রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কুরবানীর দিন নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছ্বলাত আদায়ের পূর্বে যবেহ করেছে, সে যেন পুনরায় যবেহ করে (ছহীহ বুখারী, হা/৫৫৪৯, ছহীহ মুসলিম, হা/১৯৬২)। জুবাইর ইবনু মুতইম রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো আরাফাতই অবস্থানস্থল। তাই তোমরা বাতনে উরানাহ থেকে উঠে যাও। আর পুরো মুযদালিফাই অবস্থানস্থল। তাই তোমরা বাতনে মুহাসসির থেকে উঠে যাও। আর মিনার প্রতিটি গিরিপথই কুরবানীর স্থান। আর আইয়্যামে তাশরীকের প্রতিটি দিনই কুরবানী করার দিন (ইবনু হিব্বান, হা/৪০৯৭, সুনানুল ‍কুবরা বাইহাকী, হা/১৯২৪১)।

প্রশ্নকারী : রাকিব হাসান

ময়মনসিংহ।


Magazine