উত্তর: তাহিয়্যাতুল মাসজিদ আদায় করা সুন্নাত। আবূ কাতাদা সুলামী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে দুই রাকআত ছালাত আদায় করে নেয়’ (ছহীহ বুখারী, হা/৪৪৪)। ইমামদের ফতওয়া এব্যাপারে একমত যে, এখানে আদেশটি ইসতিহবাবের জন্য।
প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।