কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : হোমিও চিকিৎসা করা কি বৈধ? কেননা এতে এলকোহল মেশানো থাকে। অনুগ্রহপূর্বক বিষয়টি জানাবেন।

উত্তর : কোনো ঔষধে যদি এমন পরিমাণ এলকোহল থাকে যে, সেটি বেশি খেলে নেশাগ্রস্থ হয়ে যাবে, তাহলে এমন ঔষধ খাওয়া যাবে না। কিন্তু যদি বেশি খেলেও তাতে কোনো নেশা না আসে, তাহলে সেই ঔষধ সেবন করা বৈধ হবে। অর্থাৎ ওষুধে যদি এলকোহলের নেশাগ্রস্থ করার প্রভাবটা থাকে, তাহলে এমন ঔষধ খাওয়া যাবে না। কিন্তু যদি নেশাগ্রস্থ করার এই প্রভাব না থাকে, বরং শুধু ঔষধকে সংরক্ষণ করার জন্য এলকোহল ব্যবহার করা হয়, তাহলে এমন ঔষধ সেবন করা বৈধ (লিকাউল বাবিল মাফতূহ, ইবনু উছাইমীন, ৩/২৩১)। আর হোমিও ঔষধ সাধারণত এমনই হয়ে থাকে, তাতে যেই এলকোহল ব্যবহার করা হয়, তাতে তার নেশাগ্রস্থ করার কোনো প্রভাব থাকে না, বরং সেই ঔষধকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করার হয়। তাই হোমিও ঔষধ খাওয়াতে শরীআতে কোনো বাধা নেই ইনশা-আল্লাহ।

প্রশ্নকারী : সিরাজুল ইসলাম

রাজশাহী।


Magazine