কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : আমি জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে পরিবার সঞ্চয়পত্র কিনতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি ৫০ হাজার টাকা সমমূল্যের সঞ্চয়পত্র কিনি তাহলে, ৫ পছর পরআমি মুনাফা পাব ২৮৮০০ টাকা এবং সরকারী কর বাদে পাব ২৭৩৬০ টাকা। আমার প্রশ্ন হলো, জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয় পত্র কেনা কতটুকু শরীয়া সম্মত? এটা কি আমার জন্য হালাল হবে?

উত্তর : না, হালাল হবে না। কেননা, এ ধরনের লেনদেন সূদের অন্তর্ভূক্ত। মহান আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সূদ হারাম করেছেন (আল-বাক্বারা, ২/২৭৫)। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিমিয়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবনের বিনিময়ে লবন সমান সমান হাতে হাতে লেনদেন করা যায়। তবে যে ব্যক্তি বেশি দিল বা চাইল সে নিজেকে সূদের সাথে জড়িত করল। এ ক্ষেত্রে সূদ গ্রহীতা ও দাতা উভয়ে সমান অপরাধী’ (ছহীহ মুসলিম, হা/১৫৮৪)।

প্রশ্নকারী : মো. আমিনুল হক

ঢাকা।


Magazine