কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : ‌لَا ‌تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ (সূরা আল-আনাম, ৬/১০৩) প্রশ্নটি হলো- আমাদের দৃষ্টি কেন আল্লাহকে দেখতে পারে না?

উত্তর: আল্লাহর সত্তা অসীম আর মানুষের দৃষ্টি সসীম। দুনিয়াতে আল্লাহর দর্শন সহ্য করার শক্তি মানুষের চোখে নেই। সুতরাং মৃত্যুর পূর্বে দুনিয়ার এই চক্ষু দ্বারা আল্লাহর দর্শন অসম্ভব। আর বিষয়টি কুরআন ও হাদীছের সুস্পষ্ট বক্তব্য দ্বারা প্রমাণিত। যেমন: মূসা আ. আল্লাহ তাআলার দর্শনের আশা ব্যক্ত করে বলেন, ‌رَبِّ ‌أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ قَالَ لَنْ تَرَانِي ‘হে আমার রব! তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখবে না (আল আরাফ, ৭/১৪৩)। ...এক পর্যায়ে আল্লাহ তাআলা পাহাড়ের উপর তার নূর প্রকাশ করলেন, তা দেখে মূসা আ. বেহুঁশ হয়ে পড়ে গেলেন (প্রাগুক্ত)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জেনে রাখো! মৃত্যুবরণের আগ পর্যন্ত তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না’ (সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭৭১৬; আল জামেউস ছগীর, হা/৪২২৪)। এটিই সালাফে-সালেহীনের আক্বীদা।

উল্লেখ্য যে, বিভিন্ন ওয়াজ-মাহফিলে কথিত বক্তাদের মুখে অনেক আল্লাহর ওলী কর্তৃক ৮০, ৯০ ১০০ বার আল্লাহর দর্শনের কাহিনী শোনা যায় যা সবই মিথ্যাচার এবং বানোয়াট।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine