উত্তর: বাড়িতে সাপ দেখলেই মেরে ফেলা যাবে না। তাকে তিন দিন সময় দিতে হবে। তিনদিন পরেও যদি থাকে, তাহলে সে শয়তান। তাকে হত্যা করতে হবে। মদীনায় সাপের ছোবলে এক ব্যক্তি মারা যাওয়ার পর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানানো হলে তিনি বলেন, ‘মদীনায় কিছু জিন রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। তাই (সাপ রূপে) তাদের তোমরা লক্ষ্য করলে, তোমরা তাকে তিনদিন সাবধান সংকেত দিবে। তারপরে তোমাদের সম্মুখে প্রকাশ পেলে তাকে হত্যা করবে। কারণ সে একটি শয়তান’ (ছহীহ মুসলিম, হা/৫৭৩২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরিউক্ত পদ্ধতিকেই জিন সাপ আর সাধারণ সাপকে চেনার উপায় হিসেবে উল্লেখ করেছেন।
প্রশ্নকারী : শাহিদুল ইসলাম
কালিহাতী, টাংগাইল।