উত্তর : পালক সন্তানের ব্যাপারে কুরআনের নির্দেশনা হলো, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাকো; আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জানো, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং তোমাদের বন্ধু’ (আল-আহযাব, ৩৩/৫)। অতএব যে সন্তানকে লালনপালন করা হবে তাকে তার প্রকৃত বাবা মায়ের দিকেই সম্পৃক্ত করতে হবে, পালনকারীকে বাবা মা বানানো কোনোভাবেই শরীআতসম্মত নয়।
প্রশ্নকারী : আলমগীর হোসেন
যশোর।