কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): খাবার গ্রহণের পর আঙুল ও প্লেট চেটে পরিষ্কার করে খাওয়া এবং ওই প্লেটেই হাত ধৌত করে সেই পানি পান করা- এটা কি কোনো সুন্নাত আমল নাকি লোকমুখে প্রচলিত কোনো হাদীছ বহির্ভুত মিথ্যা প্রচলন?

উত্তর: খাবার গ্রহণের পর আঙুল ও প্লেট চেটে খাওয়া সুন্নাহ। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মুছে, যতক্ষণ না সে তা চেটে খায় কিংবা অন্যের দ্বারা চাটিয়ে নেয়’ (ছহীহ বুখারী, হা/৫৪৫৬)। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খাদ্য খেতেন তখন তাঁর আঙুল তিনটি চেটে খেতেন এবং তিনি বলেছেন, ‘তোমাদের কারো লোকমা যদি মাটিতে পড়ে যায় তবে সে যেন তা হতে ময়লা দূর করে এবং খাবারটুকু খেয়ে ফেলে, তা যেন শয়তানের জন্য রেখে না দেয়’। আর তিনি আমাদের বাসন মুছে খেতে নির্দেশ দিয়ে বলেছেন, ‘কারণ তোমরা জান না, তোমাদের খাবারের কোন অংশে কল্যাণ রয়েছে’ (ছহীহ মুসলিম, হা/৫২০১)। তবে খাবার পর ওই প্লেটেই হাত ধৌত করে সেই পানি পান করা মর্মে কোনো হাদীছ আমাদের অবগতিতে নেই।

মো. আমজাদ হোসেন

মাদারটেক, আদর্শ পাড়া-ঢাকা।


Magazine