কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : সালাতে দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা কি সুন্নত?

উত্তরশুধু তাশাহুদের বৈঠকেই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। আবদুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত আদায়ের সময় যখন বৈঠকে বসতেন, তখন তিনি তার দু’হাত দু’ হাঁটুর উপর রাখতেন। আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী (শাহাদাত) আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন এবং বাম হাত বাম হাঁটুর উপর ছড়িয়ে রাখতেন (ছহীহ মুসলিম, হা/৫৮০)। তাশাহুদের বৈঠক ছাড়া অন্য কোথাও শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে না (মাওসূআতুল ফিকহিয়্যাহ আল কুয়েতিয়্যাহ, ১৫/২৬৬)। সুতরাং দুই সিজদাহর মাঝে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে না।

প্রশ্নকারী :  রাফিদ

ঢাকা।


Magazine