কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তার পরিবার-পরিজনের চিকিৎসা খরচ বহন করতে কৃপণতা করেন, তাহলে তার ব্যাপারে শারঈ হুকুম কী?

উত্তর : সামর্থ্যবান পরিবার প্রধানের উপর স্বীয় পরিবারের সকল সদস্যের খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, লেখাপড়া, চিকিৎসা ইত্যাদির ব্যয়ভার বহন করা ওয়াজিব (তালাক, ৬৫/৬; আল-বাক্বারা, ২/২৩৩)। তাই উক্ত ব্যক্তি তার দায়িত্ব পালনে কৃপণতা করলে নিঃসন্দেহে গুনাহগার হবেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একজন ব্যক্তি পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে খানা-পিনার ক্ষেত্রে তার উপর নির্ভরশীল ব্যক্তিদেরকে যথাযথ দেখাশুনা করবে না’ (ছহীহ মুসলিম, হা/৯৯৬; আবূ দাঊদ, হা/১৬৯২; মুসনাদে আহমাদ, হা/৬৪৯৫)। তবে অনেক সময় পরিবারের কোনো সদস্য অপ্রয়োজনীয় খরচকে প্রয়োজনীয় বলে কিছু দাবি করতে পারে, আর সে ক্ষেত্রে পরিবার প্রধানকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা উহা অপচয় আর অপচয় করা হারাম (আল-ইসরা, ১৭/২৬; ছহীহ বুখারী, হা/১৪৭৭; ছহীহ ইবনু হিব্বান, হা/৪৫৬০)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

নিলফামারী।


Magazine