উত্তর: সফরের দূরত্ব সম্পর্কে নির্দিষ্ট কোনো পরিমাণের কথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে উল্লেখ নেই। তবে যে পরিমাণ দূরত্বে সফর করলে সাধারণত মানুষ সেটাকে সফর ভাবে, সে পরিমাণ দূরত্বে কোনো নারীর জন্য মাহরাম ব্যতীত একাকী সফর করা বৈধ নয়। কিংবা নিরাপদ নয় এমন পথ হলেই মাহরাম সাথে থাকতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলা যেন তার মাহরাম ব্যতীত এক দিন ও এক রাতের পথ সফর না করে’ (ছহীহ বুখারী, হা/১০৮৭-৮৮; ছহীহ ছহীহ মুসলিম, হা/১৩৩৯)।
প্রশ্নকারী : রাকিবুল হাসান
পাবনা।