উত্তর: হ্যাঁ, কাযা ছালাত জামাআতে আদায় করা যায়। আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সফরে ছিলাম। আমরা ঘুমিয়ে পড়ি, এমনকি সূর্য উঠেও যায়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে বললেন, ‘নিদ্রার কারণে সময়মতো ছালাত না পড়া গুনাহ নয়; বরং গুনাহ তখনই হয়, যখন জেনেবুঝে দেরি করা হয়’। অতঃপর তিনি বেলালকে আযান দিতে বললেন এবং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাআতে ওই ছালাত পড়ালেন (ছহীহ মুসলিম, হা/৬৮১; ছহীহ বুখারী, হা/ ৫৯৬)।
গোলাম জিলানী মাহবুবে আলম
পল্লবী, ঢাকা।