উত্তর : এ ধরনের সাময়িক সমস্যার কারণে বাড়ীতে ছালাত আদায় করা যাবে না। বরং এমতাবস্থায় নাক দিয়ে সর্দি বা পানি কিংবা মুখ দিয়ে থুথু বা কফ বের হলে তা রুমাল বা টিস্যু পেপার দিয়ে ধরে নিতে হবে। অন্যথা পরনের কাপড়ই তার জন্য যথেষ্ট হবে। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কোনো একজন যখন ছালাত পড়ে আল্লাহ তা‘আলা তার সম্মুখে থাকেন। সুতরাং সম্মুখ পানে কখনো থুথু ফেলবে না। বরং তা যেন বাম পায়ের নিচে ফেলে। যদি চাপের দ্রুত সম্মুখীন হয় তবে সে তার কাপড়ে এরূপ করবে। অতঃপর তিনি নিজ কাপড়ে থুথু ফেলে এক অংশকে অপর অংশের সাথে ডলে দিলেন’ (ছহীহ মুসলিম, হা/১২০৯; আবুদাঊদ, হা/৭৭৮)।
-ফজলে আহমাদ
আতানারায়নপুর, মোহনপুর, রাজশাহী।
