উত্তর : ছালাতের মধ্যে হাঁচি দাতা ‘আল-হামদুলিল্লাহ’ বলতে পারবে (তিরমিযী, হা/৪০৪; মিশকাত, হা/৯৯২)। কিন্তু তার জওয়াব দেওয়া যাবে না। বরং তা ‘ছালাতের বাইরের মানুষের কথা’ হিসাবে গণ্য হবে। মুআ‘বিয়া ইবনু হাকাম রাযিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায় করছিলাম। লোকদের মধ্যে হঠাৎ এক ব্যক্তি হাঁচি দিলে আমি বললাম, ‘ইয়ারহামুকাল্লাহ’। ছালাত শেষে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় এটি ছালাত। এর মাঝে মানুষের কথার ন্যায় কোনো কথা চলবে না। নিশ্চয় ছালাত হচ্ছে তাসবীহ, তাকবীর ও কুরআন তেলাওয়াতের (ছহীহ মুসলিম, হা/৫৩৭; মিশকাত, হা/৯৭৮)।
প্রশ্নকারী : শু‘আইব
কাতলাসেন, ময়মনসিংহ।
