কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : টুপি ও পাগড়ী পরিধান করলে বিশেষ কোনো নেকী পাওয়া যাবে কি?

উত্তর : পাগড়ী পরা ‘সুনানে জাওয়ায়েদ’ বা অভ্যাসগত অতিরিক্ত সুন্নাতের অন্তর্ভুক্ত। যা টুপি ছাড়া এবং টুপিসহ দু’ভাবেই পরা যায় (যাদুল মা‘আদ, পৃঃ ১/১৩০)। শরী‘আত নিষিদ্ধ রং ব্যতীত যেকোন রঙের পাগড়ী পরিধান করা যায়। তবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ী পরিধান করেছেন। আমর ইবনু হুরাইছ রাযিয়াল্লাহু আনহু হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কালো পাগড়ী পরিহিত অবস্থায় মিম্বরে দেখেছি। তখন পাগড়ীর উভয় পার্শ্ব তাঁর উভয় কাঁধের উপর ঝুলছিল (ছহীহ মুসলিম, হা/১৩৫৯; মিশকাত, হা/১৪১০)।

উল্লেখ্য যে, পাগড়ী পরে ছালাত আদায় করলে অধিক নেকী হবে, এমনটি ধারণা করা ঠিক নয়। কারণ পাগড়ী পরার ফযীলত সংক্রান্ত হাদীছ সমূহ জাল। মূলত, এটি যীনাত বা সৌন্দর্যের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, ‘হে বনী আদম! তোমরা প্রত্যেক ছালাতের সময় সাজসজ্জা পরিধান করে নাও’ (আ‘রাফ, ৩১)। আরো উল্লেখ্য যে, টুপির উপর পাগড়ী পরা বা না পরা সংক্রান্ত তিরমিযীতে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ তিরমিযী, হা/১৭৮৪; মিশকাত, হা/৪৩৪০)।

প্রশ্নকারী : শুআইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine