কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : বর্তমানে দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্র এবং উপার্জনের মধ্যে অধীনস্থতা বাধ্যতামূলক ও ইচ্ছাকৃত যে সকল শিরক ও হারাম মিশে আছে সেগুলো কী কী? তা স্পষ্ট করার জন্য অনুরোধ রইলো।

উত্তর : কোন কর্মক্ষেত্রে কোন শিরক মিশে আছে তা এইভাবে বলা সহজ নয়। বরং ব্যক্তি কর্মক্ষেত্রে কোনো বিষয়ে শিরক বা হারাম মনে হলে, সাথে সাথে বিজ্ঞ আলেমদের নিকট থেকে জেনে নিয়ে তা থেকে বেঁচে থাকবে। কেননা শিরকের সাথে কোনো প্রকারের আপোষ করা যাবে না। মহান আল্লাহ বলেন, إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ‘নিশ্চয় যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার অস্থান হবে জাহান্নাম’ (আল-মায়েদা, ৫/৭২)।

প্রশ্নকারী : এস. এম. মুশফিকুর রহমান

সাঁথিয়া বাজার, পাবনা।


Magazine