উত্তর : ইসলামী জালসা বা সম্মেলনে সভাপতি হিসাবে বিজ্ঞ বা আলেম ব্যক্তিই প্রাধান্য পাওয়া উচিত। তবে বর্তমানে প্রশ্নোলেস্নখিত ব্যক্তিদেরকে প্রধান অতিথি বা বিশেষ অতিথি পদে আসীন করা হয় কয়েকটি কারণে- প্রথমত, জালসা বা সম্মেলনের অনুমতির ক্ষেত্রে সহায়ক হওয়া। দ্বিতীয়ত, আর্থিক সহযোগিতা পাওয়া। তৃতীয়ত, জনপ্রতিনিধির দ্বায়িত্বশীল হিসাবে মূল্যায়ন করা ইত্যাদি। মহান আল্লাহ কখনো কখনো মন্দ লোকদের দ্বারাও দ্বীনকে শক্তিশালী করে থাকেন (ছহীহ মুসলিম, হা/১১১)।
প্রশ্নকারী : শু‘আইব
কাতলাসেন, ময়মনসিংহ।
