কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : স্ত্রী তার নিজস্ব স্বর্ণালাঙ্কারের যাকাত স্বামীর থেকে টাকা নিয়ে প্রদান করলে যাকাত আদায় হবে কি?

উত্তর : স্ত্রী তার নিজস্ব স্বর্ণালাঙ্কারের যাকাত আদায় করার ক্ষেত্রে নিজের টাকা হতেই দিবে। কারণ হাদীছে এমনটি বলা হয়েছে যে, যদি তোমার দুইশ দিরহাম থাকে এবং পূণ এক বছর তাতে অতিবাহিত হয় তাহলে তাতে পাচঁ দিরহাম যাকাত আদায় করবে (আবূ দাউদ, হা/১৫৭৩)। অত্র হাদীছে নিজের দিকে সম্পৃক্ত করা হয়েছে, অন্য কারো দিকে নয়। তবে স্বামী যদি খুশি মনে দিয়ে থাকে তাহলে ভিন্ন কথা। তবুও এমন অবস্থা হতে বিরত থাকাই ভালো। কারণ এতে স্বামীর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহই অধিক অবগত। 

প্রশ্নকারী : সিজান

মেহেরপুর।


Magazine