কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা যাবে কি?

উত্তর: এসব স্যাম্পল বিক্রি করা তো বহু দূরের কথা এগুলো ডাক্তারদেরকে দেওয়া বা নেওয়া ঘুষের অন্তর্ভুক্ত। কোনো স্যাম্পল দেওয়া বা নেওয়া উভয়ই বৈধ নয়। এতে সরাসরি ঘুষ রয়েছে। বুরায়দা (রা.) সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমরা কাউকে সরকারি পদে নিযুক্ত করলে তার আহারের ব্যবস্থাও আমার দায়িত্ব। পরে সে অতিরিক্ত কিছু নিলে, তবে তা আত্মসাৎ হিসেবে গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/২৯৪৩)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, هَدَايَا العُمَّالِ غُلُولٌ ‘কর্মচারীদের উপহার গ্রহণ করা খেয়ানত’ (ছহীহ মুসলিম, হা/১৮৩২)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لَعَنَ اللهُ الرَّاشِيَ وَالمُرْتَشِيَ ‘আল্লাহ তাআলা ঘুষদাতা ও গ্রহীতাকে অভিসম্পাত করেছেন’ (আবূ দাঊদ, হা/৩৫৮০)।

-শোয়াইব আহমেদ

খালিহাটি, টাঙ্গাইল।


Magazine