কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): বরই পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানোর পক্ষে শারঈ কোনো ভিত্তি আছে কি?

উত্তর: বরই পাতা মিশ্রিত পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা যায়নাব রাযিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলে তিনি তাকে বরই পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করানোর নির্দেশ দিয়েছিলেন। উম্মু আতিয়্যা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন, তখন আমরা তাঁর কন্যা (যায়নাব রাযিয়াল্লাহু আনহা)-কে গোসল করাচ্ছিলাম। তিনি আমাদের বললেন, ‘তোমরা বরই পাতা ও পানি দিয়ে তাকে গোসল দাও- তিনবার অথবা পাঁচবার অথবা তার চেয়ে অধিকবার, যদি তোমরা প্রয়োজন মনে কর। আর শেষবার কর্পূর দিয়ে দাও’ (ছহীহ বুখারী, হা/১২৫৩, ১২৫৪, ১২৬৩; ছহীহ মুসলিম, হা/৯৩৯)।

প্রশ্নকারী : আতাউর রহমান

নওগাঁ।

 

Magazine