কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : পেশাব-পায়খানা শেষে অযূ করা কি বাধ্যতামূলক?

উত্তর : না, পেশাব-পায়খানা শেষে অযূ করা ব্যধ্যতামূলক নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি যখন পেশাব করব, তখনই অযূ করার জন্য আদিষ্ট হয়নি। যদি আমি সর্বদা এরূপ করি, তাহলে তা সুন্নাত হয়ে যাবে’ (ছহীহুল জামে‘, হা/৫৫৫১)। তবে অযূ করা ভালো। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন, তখন আমি তাঁর জন্য ছোট পাত্রে অথবা চামড়ার পাত্র ভরে পানি নিয়ে যেতাম। তিনি ইস্তেঞ্জা করতেন, অতঃপর মাটিতে তাঁর নিজ হাত মুছতেন। অতঃপর আমি আরেক পাত্র পানি নিয়ে আসতাম, তিনি তা দ্বারা অযূ করতেন (আবূ দাঊদ, হা/৪৫)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

দিনাজপুর।


Magazine