উত্তর: রপ্তানিকৃত পণ্য যদি হালাল হয়, তাহলে এমন ব্যবসা করাতে শরী‘আতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কেনা-বেচাকে হালাল করেছেন আর সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। আর যদি পণ্য হারাম হয়, তাহলে এমন ব্যবসা করা জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে হারাম করেন, তখন তার মূল্যকেও হারাম করেন (দারাকুত্বনী, হা/২০, ছহীহ ইবনু হিব্বান, হা/৩১৭৩; সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আনিসুল হক
বেইজিং, চীন।