কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো কি বৈধ?

উত্তর : হুন্ডি ব্যাবসা বলতে বুঝায়, কোনো ব্যক্তি তার সম্পদ অন্য কোনো ব্যক্তিকে বা হুন্ডি-ব্যাবসায়িকে প্রদান করা (ব্যাংকের মাধ্যমে নয়) যাতে সে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেয় আর পরিশ্রমের বিনিময়ে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক গ্রহণ করবে। বর্তমানে ব্যাংক সেবা বাস্তবায়িত হওয়ার পর অনেক দেশ হুন্ডি ব্যাবসাকে অবৈধ অর্থ চালান হিসাবে আইন করেছে। সাধার‌ণত সরকারি ট্যাক্স থেকে বাঁচার জন্য প্রবাসীরা স্বল্প খরচে দেশে টাকা পাঠিয়ে থাকে যা দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ। তাই এমন ব্যাবসা না করাই উচিত। কেননা সরকারের কোনো আইন যদি গুনাহের না হয়, তাহলে তা সাধারণ মানুষের জন্য মানা জরুরী। যেহেতু রাষ্ট্রীয় আইনে হুন্ডি ব্যাবসা নিষিদ্ধ। তাই এ থেকে বিরত থাকাই উচিত। নতুবা তা রাষ্ট্রের সাথে ধোঁকা হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ধোঁকা দেয়, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। তাছাড়াও এই হুন্ডির মাধ্যমে বড় বড় চোরাচালান হয়ে থাকে, যা সম্পূর্ণ হারাম।

প্রশ্নকারী : হাফিজুর রহমান

সিঙ্গাপুর।


Magazine