উত্তর: গ্রহীতাকে না জানিয়ে ইচ্ছাকৃতভাবে ছেঁড়া টাকা প্রদান করা জায়েয নয়। কারণ এটা প্রতারণার শামিল। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। এছাড়াও কোনো ব্যক্তি অজান্তে ছেঁড়া টাকা আসাকে নিজের জন্য পছন্দ করবে না, তাহলে সে কীভাবে অন্যের জন্য এটা পছন্দ করতে পারে? আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে’ (ছহীহ বুখারী, হা/১৩)।
প্রশ্নকারী : শাহিদুল ইসলাম
কালিহাতী, টাঙ্গাইল।