কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : পর্দার ব্যবস্থা ছাড়া কোন পুরুষ শিক্ষক কি মহিলাদের আরবী শিক্ষা দিতে পারে?

উত্তর : না, পারে না। কেননা পর্দা করা এক গুরুত্বপূর্ণ ইবাদত (সূরা নূর, ৩০-৩১)। মহান আল্লাহর পক্ষ থেকে নারীর সুরক্ষার একমাত্র মাধ্যম (সূরা আহযাব, ৫৯)। কারও জন্যই জায়েয নয় এই বিধান লঙ্ঘন করা। পর্দার ব্যবস্থা নেই, এমন পরিবেশে পুরুষ কর্তৃক নারীদের শিক্ষা দেওয়া যাবে না। হোক তা আরবী ভাষা কিংবা অন্য যে কোন শিক্ষা। এমনকি পর্দা লঙ্ঘন করে, কুরআন শিক্ষা দেওয়াও জায়েয নয়। অনুরূপভাবে পুরুষ শিক্ষকের সামনে প্রাপ্তবয়স্ক মেয়ে শিক্ষার্থী, নারী শিক্ষার সামনে প্রাপ্তবয়স্ক ছেলে শিক্ষার্থী কিংবা ছেলে-মেয়ের একই বসে শিক্ষাগ্রহণ করা শরী‘আত অনুমোদন করে না। জারীর ইবনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম (নারীর উপর) হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়া সম্পর্কে। তখন আমাকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার আদেশ করলেন’ (ছহীহ মুসলিম, হা/২১৫৯)। যেখানে সামান্য সময়ের জন্য নারীর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখার অনুমতি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, সেখানে সারাক্ষণ দৃষ্টি বিনিময় করে শিক্ষা দেওয়া কীভাবে জায়েয হতে পারে? (!)

-হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine