কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : যার হজ্জ করার সামর্থ্য নেই সে যদি তার মায়ের দিকে সুনযরে তাকায়, তাহলে সে কবুল হজ্জের সমান নেকী পাবে। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি জাল। এর সনদে নাহশাল ইবনু সাঈদ নামে একজন পরিচিত মিথ্যুক রাবী আছে (বায়হাক্বী, শুআবুল ঈমান, হা/৭৮৫৬; সিলসিলা যঈফা, হা/৬২৭৩)।

প্রশ্নকারী : তানভীর

মহাদেবপুর, নওগাঁ।

Magazine