উত্তর : না, পাবে না। কেননা ইফতারী করানো একটি ইবাদত আর ইবাদত কেউ কারো পক্ষ থেকে করতে পারে না। বরং যিনি ইফতার করাবেন নেকী তিনিই পাবেন। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ছায়েমকে ইফতার করাবে তাকে ছায়েমের সমপরিমাণ নেকী দেওয়া হবে। তবে তাদের নেকী থেকে কিছুই কম করা হবে না’ (ছহীহ ইবনু মাজাহ, হা/১৪১৭)। স্পষ্ট বোঝা যায়, যে ইফতার করাবে সেই নেকী পাবে।
তবে পিতা-মাতার জন্য সন্তানেরা দান করলে তার নেকী পিতা-মাতা পাবেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন জনৈক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা যে, তিনি কথা বলার সুযোগ পেলে দান করে যেতেন। আমি তার পক্ষ থেকে যদি দান করি তবে কি তিনি ছওয়াব পাবেন? নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ (ছহীহ বুখারী, হা/১৩৮৮; ছহীহ মুসলিম, হা/১০০৪)।
-আবু সুফিয়ান