কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): আমার ভিটাবাড়িতে ও মাঠে কিছু জমি আছে। কিন্তু আমার দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। তাই যদি ভিটাবাড়ির জমিটুকু মেয়েদেরকে এবং মাঠের জমিটুকু ভাতিজাদেরকে দেই, তাহলে কি তা করা যাবে?

উত্তর: ভিটা জমির মূল্য ও আবাদী জমির মূল্য সমন্বয় ও বিবেচনা করে, ভাতিজাদের সাথে পরামর্শ করে, মেয়েদেরকে ভিটাজমি লিখে দেওয়া যায়। কেননা সম্পদের মালিক জীবিত থাকাকালীন অংশীদারির কোনো একজনকে সম্পদ দিতে পারে না। অতএব, যখন মেয়েদেরকে ভিটাবাড়ি লিখে দিবে, তখন ভাতিজাদেরকেও লিখে দিতে হবে। নু‘মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমার মাতা আমার পিতাকে তার মালের কিছু আমাকে দান করতে বললেন। পরে তা দেওয়া ভালো মনে করলে আমাকে তা দান করেন। তিনি (আমার মাতা) তখন বললেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী মানা ব্যতীত আমি রাজী নই। অতঃপর তিনি (আমার পিতা) আমার হাত ধরে আমাকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নিয়ে গেলেন, আমি তখন বালক মাত্র। তিনি বললেন, এর মা বিনতু রাওয়াহা একে কিছু দান করার জন্য আমার নিকট আবেদন জানিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ‘সে ব্যতীত তোমার আর কোনো ছেলে আছে?’ তিনি বললেন, হ্যাঁ, আছে। নু‘মান রাযিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে পড়ে, তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘আমাকে অন্যায় কাজে সাক্ষী করো না’ (ছহীহ বুখারী, হা/২৬৫০; ছহীহ মুসলিম, হা/১৬২৩)।

প্রশ্নকারী : মামুনুর রশীদ

রাজশাহী।


Magazine