উত্তর : মৃত্যু শয্যায় সায়িত মুমূর্ষ ব্যক্তি তার সুবিধামত শুয়ে থাকবে। এই ব্যাপারে শরীয়তে কোনো দিকনির্দেশনা নেই। এমন মুমূর্ষ ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিগণ তাওহীদের কালিমা لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ পাঠের তালক্বীন করবে। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মুমূর্ষদের ‘লা-ইলাহ ইল্লাল্লাহ’ এর তালকীন দাও (অর্থাৎ তার সামনে কালেমা পাঠ করতে থাক যেন সে শুনে আল্লাহকে স্মরণ করে) (ছহীহ মুসলিম, হা/৯১৬)।
প্রশ্নকারী : শাহজালাল মিয়া
মাহিগঞ্জ, রংপুর।