কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : আহলেবায়তকে যদি মহব্বত না করা হয় তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। এ কথার কোনো ভিত্তি আছে কি?

উত্তর : হ্যাঁ, যদি কেউ আহলেবায়তকে মহব্বত না করে তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। মিসওয়ার ইবনু মাখরামা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলূল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ফাতেমা আমার অংশ বিশেষ। যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল’ (ছহীহ বুখারী, হা/৩৭৬৭)। আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, নিরক্ষর নবী আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ‘মুমিনমাত্রই তোমাকে ভালোবাসবে, আর মুনাফেক্ব হলেই কেবল তোমাকে অপছন্দ করবে’ (তিরমিযী, হা/৩৭৩৬; নাসাঈ, হা/৫০১৮)। উসামা ইবনু যায়েদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে এবং হাসান রাযিয়াল্লাহু আনহু-কে এক সঙ্গে তুলে নিতেন এবং বলতেন, ‘হে আল্লাহ! তুমি এদের ভালোবাস। কেননা আমিও এদের ভালোবাসি’ (ছহীহ বুখারী, হা/৩৭৩৫)।

-খন্দকার জামাল হোসেন

ফরিদপুর সদর, ফরিদপুর।

Magazine