উত্তর: পানিতে ডুবে কোনো মুসলিম মারা গেলে এবং মৃতের শরীর পানি ঢালার উপযুক্ত থাকলে তাকে গোসল দিতে হবে এবং যথানিয়মে কোনো শুকনো জায়গায় তার জানাযার ছালাত আদায় করতে হবে। শুকনো জায়গা পাওয়া না গেলে পানিতে দাঁড়িয়েই জানাযার ছালাত পড়বে। প্রয়োজনে একসাথে একাধিক মৃত ব্যক্তির লাশ উপস্থিত হলে ইমামের সামনে লাশ রেখে একসাথে জানাযা পড়তে পারে। তারপর যথাসম্ভব কোনো শুকনা জায়গায় লাশ দাফনের ব্যবস্থা করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা জানাযা করে দ্রুত লাশ দাফন করো’ (ছহীহ বুখারী, হা/১৩১৫)। আশেপাশের কোনো অঞ্চলে শুকনা জায়গা না থাকলে কিংবা কোনো লাশ সেখানে নিয়ে যাওয়া সম্ভব না হলে এবং লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে লাশ ভাসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না (আল-বাকারা, ২/২৮৬)। উল্লেখ্য, প্রয়োজনে একসাথে একাধিক লাশকে কবর দেওয়া যায় )ছহীহ বুখারী, হা/৪০৭৯)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল মাহমুদ
রাজশাহী।