কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ছালাতে রুকূ করার সময় চোখ কোথায় রাখবো সিজদার জায়গায় না দুই পায়ের মাঝে?

উত্তর : রুকূ অবস্থায় দুই পায়ের মাঝে দৃষ্টি রাখা যাবে না। বরং সিজদার স্থানেই রাখতে হবে। কেননা বৈঠকে বসা অবস্থা ব্যতীত ছালাতের সকল অবস্থায় একজন মুসল্লীর দৃষ্টি সিজদার স্থানে থাকবে। আর বৈঠকে বসা অবস্থায় ডান হাতের ইশারারত শাহাদাত আঙ্গুলির প্রতি থাকবে (নাসাঈ, হা/১২৭৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা গৃহে প্রবেশ করার পর সেখান থেকে বের হওয়া পর্যন্ত তিনি তাঁর দৃষ্টি সিজদার স্থান হতে সরাননি (মুসতাদরাক হাকেম, হা/১৭৬১; সুনানুছ-ছুগরা, হা/১৩৬৭)। ক্বিলাবা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুসলিম ইবনু ইয়াসারকে জিজ্ঞাসা করলাম, ছালাতে মুসল্লীর দৃষ্টি কোথায় থাকবে? তিনি বললেন, তোমার সিজদার স্থানে (মুসান্নাফ ইবনু আবী শায়বা, হা/৬৫৬২)।

-মেজবাহ

মাগুরা।


Magazine