উত্তর : নীরবে পড়া যাবে না; বরং একাকী হলেও স্বরবে পড়তে হবে। রাতের জেহরী ছালাতগুলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুবকর রাযিয়াল্লাহু আনহু ও ওমর রাযিয়াল্লাহু আনহু একাকী স্বরবে পড়তেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ছালাতে কোন কোন সময় একটু উচ্চস্বরে ক্বিরআত করতেন আবার কোন কোন সময় নিম্নস্বরে (আবুদাঊদ, হা/১৩২৮, সনদ হাসান; মিশকাত, হা/১২০২)। তিনি ওমর রাযিয়াল্লাহু আনহু-কে নিম্নস্বরে ও আবুবকর রাযিয়াল্লাহু আনহু-কে উচ্চস্বরে ক্বিরআত পড়ার নির্দেশ দেন (আবুদাঊদ, হা/১৩২৯; মিশকাত, হা/১২০৪)। তবে মাসবুক ব্যক্তি নিম্নস্বরে ক্বিরাআত পড়বে। যাতে অন্য মুছল্লীর সমস্যা না হয় (ফাতওয়া নাজনা দায়েমা ৬ষ্ঠ খ. পৃ. ৪১১-৪১৫)।
প্রশ্নকারী : হারুর
নীলফামারী।