কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : ছিয়াম অবস্থায় ‘কোভিড-১৯’ ভ্যাকসিননেওয়াযাবেকি?

উত্তর : ‘কোভিড-১৯’ ভ্যাকসিন যদি খাদ্য হিসাবে ব্যবহার হয়; খাদ্যের চাহিদা মেটায় বা পাকস্থলীতে পৌঁছে শরীরে শক্তি যোগায়, তাহলে ছিয়াম অবস্থায় তা গ্রহণ করা যাবে না। কেননা এ জাতীয় ভ্যাকসিন, টিকা বা ইনজেকশন খাদ্য-পানীয়ের অন্তর্ভুক্ত হবে এবং তা স্বেচ্ছায় গ্রহণ করলে ছিয়াম ভঙ্গ হয়ে যাবে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কতিপয় ছাহাবীকে দাওয়াত দিলাম। খাওয়ার পূর্বমুহূর্তে জনৈক ছাহাবী (নফল) ছিয়ামরত থাকায় খাবারে অংশ গ্রহণ করলেন না। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছিয়াম ভঙ্গ করে খাবার গ্রহণ করতে বললেন এবং ইচ্ছা করলে পরবর্তীতে এটার ক্বাযা আদায় করার জন্য বললেন (বায়হাক্বী, ৪/৪৬২, হা/৮৩৬২, ‘নফল ছিয়াম ক্বাযা করা ঐচ্ছিক’ অনুচ্ছেদ; সনদ হাসান, নায়লুল আওত্বার, ২/২৫৯, ‘নফল ছিয়াম’ অনুচ্ছেদ)। যেহেতু অভিজ্ঞ মুসলিম ডাক্তারদের স্পষ্ট বক্তব্য হতে প্রমাণিত হয়েছে যে, উক্ত ভ্যাকসিন মানব দেহের মাংস পেশীতে পুশ করা হয়, যা পাকস্থলীতে পৌঁছে না। সুতরাং ছিয়ামরত অবস্থায় রোগমুক্তির জন্য এই ভ্যাকসিন গ্রহণ করা যাবে।

প্রশ্নকারী : গোলাম মোস্তফা

বিরল, দিনাজপুর।


Magazine